ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

যশোরে বিজিবির অভিযানে আটক কুখ্যাত মাদককারবারি বাদশা মল্লিক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় গত বুধবার রাতে ৪৯ বিজিবি এক বিশেষ অভিযানে কুখ্যাত মাদককারবারি বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে। রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদশা সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক চোরাচালান, হুন্ডি, খুন ও পাচারের মতো গুরুতর অপরাধে তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে ৩১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ সীমান্তে আটক হওয়া একাধিক অভিযোগ। এছাড়া, বিজিবি জানায়, বাদশা সিন্ডিকেটের মাধ্যমে দেশী-বিদেশী অপরাধীদের টাকার বিনিময়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছিল। রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে সে এসব অপরাধ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিল। সে দুই দেশের নাগরিক হওয়ায় প্রশাসনের চাপ পড়লে ভারতে পালিয়ে যায় এবং ভারতীয় চাপ পড়লে আবার বাংলাদেশে ফিরে আসে। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদশাকে গ্রেফতার করা হয়েছে। বাদশা ভারতের বিভিন্ন অপরাধী গোষ্ঠী যেমন গৌতম, রবিউল, আজগর, নাসির, অণু সাহার সঙ্গে নিবিড় যোগাযোগে ছিল এবং দেশের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান চালিয়ে আসছিল। অভিযানে বাদশার সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১১:২৯ PM

আজকের সর্বশেষ