ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তার সহধর্মিণী শেরীফা কাদের ও দলের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), জাতীয় পার্টি জেলা কমিটির নির্বাহী সদস্য ওলিয়ার রহমানসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, এসব মিথ্যা মামলা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি করার জন্যই দায়ের করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়ানো দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১১:১৭ PM

আজকের সর্বশেষ