সুনামগঞ্জের ডলুরা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই কোটি টাকার মালামাল জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা নদীতে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালি উত্তোলনকালে বালু বোঝাই ৮টি বাল্কহেড এবং ৯ হাজার ৫৭০ ঘনফুট খনিজ বালি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করে তা সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ২৮ বিজিবির সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এই অভিযানটি বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ড্রেজার এবং বোমা মেশিন ব্যবহার করে ডলুরা নদী এবং তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটায় অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ এবং প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং পানির গতিপথ পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্যও হুমকির মুখে পড়েছে। বিজিবির সূত্র জানায়, অভিযানের সময় ৮টি স্টিল বডি ট্রলার এবং একটি কাঠ বডি ট্রলারও জব্দ করা হয়। এ ধরনের অভিযান নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ এ ১০:৪২ PM