ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

কীর্তিনাশা নদীর বেইলি ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো, যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন একটি বেইলি ব্রিজ বুধবার সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। এতে নড়িয়া উপজেলা শহরের সঙ্গে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাল্কহেডটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ। ব্রিজটি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। কাজের সুবিধার্থে পুরোনো সেতুটি ভেঙে ফেলার পর গত বছর ডিসেম্বর থেকে সড়ক যোগাযোগ সচল রাখতে এই বেইলি ব্রিজটি ব্যবহার করা হচ্ছিল। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুবোঝাই বাল্কহেড সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেলে ব্রিজটির দুটি স্প্যান ভেঙে পড়ে। এতে সেতুর উপর থাকা এক নির্মাণ শ্রমিকসহ ৩ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বাল্কহেডের চালক হাসান হাওলাদার এবং সোহেল কিবরিয়াকে আটক করেছে। এই দুর্ঘটনার ফলে মোক্তারের চর, জপসা, রাজনগর, নশাসনসহ চরাঞ্চলের ইউনিয়নগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটেছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফিউল ইসলাম জানান, বাল্কহেডের ধাক্কায় একটি পায়ার ভেঙে যাওয়ায় সেতুর কাজ সম্পূর্ণ করতে আরও ৩-৪ মাস সময় লাগবে।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ এ ৯:২২ PM

আজকের সর্বশেষ