রাজশাহীতে লুট হওয়া দুই শটগান উদ্ধার: পুলিশের সফল অভিযানে কাশবন থেকে অস্ত্র উদ্ধার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) লুট হওয়া দুটি শটগান অবশেষে উদ্ধার হয়েছে। নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন কাশবনের ভেতর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহভাজন একটি বস্তা দেখে পুলিশকে খবর দেওয়ার পর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শটগান দুটি এবং একটি রাবার বুলেট উদ্ধার করে। আরএমপি জানায়, গত ৫ আগস্টের একটি সহিংস হামলায় পুলিশের সদর দপ্তর এবং বিভিন্ন থানায় হামলা চালানো হয়, যার ফলে ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি মালামাল লুট করা হয়। লুটের পর থেকেই রাজশাহী পুলিশ এবং অন্যান্য বাহিনী একযোগে অভিযান চালাচ্ছে, যার মাধ্যমে এখন পর্যন্ত ১৪৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, কাশবন থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোতে কিছু রহস্যজনক আলামত রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। রাজশাহীর এই ঘটনা প্রমাণ করে যে, পুলিশ বাহিনীর দ্রুত এবং সক্রিয় পদক্ষেপ শহরের নিরাপত্তা বজায় রাখতে কার্যকর। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এই প্রচেষ্টা জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ এ ৮:৪২ PM