ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ এ ৭:৪৯ PM

আজকের সর্বশেষ