রাজশাহীতে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী: বিশ্বনবী মুহাম্মাদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপি নেতা কর্তৃক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা ইসলামী সোসাইটি অফ রুয়েটের সভাপতি মোহাম্মদ সোহানের নেতৃত্বে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তালাইমারি মোড় পর্যন্ত এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে ৪৫০ থেকে ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন, যেমন: “নারায়েতে তাকবীর আল্লাহু আকবার”, “বিশ্বের মুসলিম এক হও এক হও”, “বিশ্ব নবীর দুশমনদের সাবধান”, এবং “বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান”। এ সময় তারা “জালরে জ্বালো, আগুন জ্বালো, আলজিহাদ আলজিহাদ” স্লোগান তুলে জোরালো প্রতিবাদের জানান দেন। মিছিলটি রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে তালাইমারি মোড় প্রদক্ষিণ করে রুয়েট প্রধান গেট সংলগ্ন সড়কে এসে সংক্ষিপ্ত সময় অবস্থান করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ৫:২২ PM