গোলাপগঞ্জে পিতার মারধরে ছেলের হাতে বৃদ্ধের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারধরের পর ৬০ বছর বয়সী কামরান মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে কামরান মিয়া ও তার ছেলে রাজু আহমদের মধ্যে চলছিল দ্বন্দ্ব। শুক্রবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। কামরানকে বাঁচাতে এগিয়ে আসলে রাজুর বোনও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত কামরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেছুর রহমান জানান, ঘটনার পর পুলিশ অভিযুক্ত রাজু ও তার স্ত্রীকে আটক করেছে। এ ঘটনা এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে।
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ৫:০৯ PM