ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে চিকিৎসকের মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তারিকুল আলম নোমান

ময়মনসিংহে একটি দুঃখজনক ঘটনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চিকিৎসক তারিকুল আলম নোমান (৪২)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকায় তার নিজ বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে একটি অপারেশন শেষ করে বাসায় ফেরেন তারিকুল আলম নোমান। নিজ রুমে ঘুমাতে গিয়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার দুই হাত, বুক এবং মুখ পুড়ে যায়। পরিবারের সদস্যরা ফজরের সময় ঘরে পোড়া গন্ধ পেয়ে দরজা খুললে তারিকুল আলমকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করা হয়, যার প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ময়মনসিংহের চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ৪:২৮ PM

আজকের সর্বশেষ