মা হওয়ার পর বদলে গেছেন আলিয়া ভাট: রাহাকে ঘিরেই জীবন
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, বিয়ের পর দ্রুতই মা হয়েছেন। মেয়ে রাহার জন্মের পর থেকেই আলিয়ার জীবন যেন নতুন এক মোড় নিয়েছে। একসময় যে রণবীর কাপুরকে আলিয়ার বাবা মহেশ ভাট 'লেডিসম্যান' বলে উল্লেখ করেছিলেন, সেই রণবীরের সঙ্গেই এখন সুখী সংসার করছেন আলিয়া। মেয়ে রাহাকে ঘিরেই চলছে আলিয়ার প্রতিদিনের জীবন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি তিনি মেয়ের যত্নে কোনো কমতি রাখছেন না। মাতৃত্বের এই নতুন ভূমিকা তাকে যেমন বদলে দিচ্ছে, তেমনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন তিনি। রণবীর কাপুর আলিয়ার এই পেশাদারিত্বকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন, এবং সন্তানের দেখাশোনায় সমানভাবে অংশ নিচ্ছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, কখনো আলিয়া, আবার কখনো রণবীর রাহার পাশে থাকছেন, যেন মেয়ে কখনো একা না থাকে। আলিয়া ভাটের জীবনধারা একেবারেই পাল্টে গেছে। রাহার জন্মের পর বই পড়ার অভ্যাস তৈরি হয়েছে তার। প্রতিদিন রাহাকে বই পড়ে শোনানো এখন তার নতুন রুটিনের অংশ। আলিয়া নিজেই স্বীকার করেন, রাহার আগমনের পর তিনি আগের মতো আর নেই। জীবনের অর্থ বদলে গেছে, সবকিছু এখন শুধুই রাহাকে কেন্দ্র করে। অভিনেত্রীর কথায়, "আগের আলিয়াকে যেন ভুলে গেছি, এখন শুধু আমি রাহার মা।"
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ এ ৩:১১ PM