ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন নারী নিহত, আহত ২০

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টসের কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘটে এই দুর্ঘটনা, যার বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম। নিহতদের মধ্যে রয়েছেন শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)। ওসি মো. ইব্রাহিম জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে সাহায্য করেছেন, তবে এ ধরনের দুর্ঘটনা স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ৬:৫৬ PM

আজকের সর্বশেষ