কেশবপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে সম্প্রতি পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন এলাকায় থাকা ২২৭ পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল এবং তেল। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ এবং যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং সংকটময় সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় জনগণের মধ্যে এই ত্রাণ বিতরণের ফলে স্বস্তি ফিরে এসেছে, এবং আশাবাদী তারা যে সংকটের মাঝে একত্রে দাঁড়িয়ে থাকতে পারবেন।
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ১২:৩৩ PM