ঢাকা | রবিবার, ২২রা ডিসেম্বর ২০২৪

চোট কাটিয়ে নেইমারের স্বপ্ন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামার!

লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার। চোটের কারণে ব্রাজিলের জার্সিতে খেলতে পারেননি টানা ১৪টি ম্যাচ। এতে বিশ্বকাপ বাছাইপর্বেও ধুঁকছে ব্রাজিল। এই পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের প্রশ্ন, নেইমার কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ব্রাজিলের রেকর্ড গোলদাতা হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন বুকে ধারণ করলেও আপাতত তার মনোযোগ ক্লাব আল হিলালের সাফল্যে। নেইমার বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হলো আল হিলালের হয়ে ভালো মৌসুম কাটানো। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের সেরাতে ফিরতে এবং কেন এখানে আছি তা প্রমাণ করতে সময় লাগবে। তবে আমার লক্ষ্য পরিষ্কার—২০২৫ সালে আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া।’ ব্রাজিলের জার্সিতে ইতিমধ্যেই কিংবদন্তি পেলের গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন নেইমার। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতার মুকুট মাথায় পরেছেন তিনি। তবে শৈশবে এমন স্বপ্ন দেখেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে নেইমার জানান, ‘ছোটবেলায় ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলাম। সৃষ্টিকর্তা আমাকে তার থেকেও বেশি দিয়েছেন। সান্তোস থেকে শুরু করে অনেক বড় ক্লাবে খেলেছি। এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জন আমাকে গর্বিত করে।’ নেইমার আরও বলেন, ‘আমার সন্তানেরা জানবে, আমি আমার দেশের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিলাম।’ ব্রাজিলের হয়ে নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে নেইমার জানান, ‘২০২৬ বিশ্বকাপের মাঠে আমি ব্রাজিলের হয়ে নামতে চাই। তবে এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিতে হবে এবং চোটমুক্ত থাকার জন্য শারীরিক সক্ষমতা ধরে রাখতে হবে।’

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ এ ৬:৪০ PM

আজকের সর্বশেষ