ঢাকা | শুক্রবার, ৪রা এপ্রিল ২০২৫

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে শুরু পবিত্র রমজান 🌙🕌

🌙 সৌদিতে চাঁদ দেখা, শনিবার থেকে শুরু রমজান — মুসলিম বিশ্বে উৎসবের আমেজ! পবিত্র রমজান মাসের শুভসূচনা হলো সৌদি আরবে। শুক্রবার সন্ধ্যায় সৌদি আকাশে দেখা মিলেছে রমজানের চাঁদ। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হবে মুসলমানদের সংযমের মাস, পবিত্র রমজান। 🕌✨ বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শনিবার থেকে রোজা শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত (UAE), কুয়েত, ওমান, বাহরাইন-সহ আরও অনেক দেশ একইদিনে রমজানের প্রথম সেহরি করবেন মুসল্লিরা। 📢 প্রথম ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে আগে পবিত্র রমজান শুরুর ঘোষণা আসে অস্ট্রেলিয়া থেকে। এরপর একে একে ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও ব্রুনাইতে শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রোজা শুরু হবে রবিবার থেকে। 🌍 আফ্রিকা ও ইউরোপেও রমজানের আমেজ আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে। এদিকে ইউরোপের দেশ ফ্রান্সও ঘোষণা দিয়েছে, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার থেকে রোজা শুরু করবে। 🌧️ কিছু দেশে শনিবার নয় পাকিস্তান ও ফিলিপাইনে চাঁদ দেখা না যাওয়ায়, সেখানে রোজা শুরু হবে ২ মার্চ, রবিবার থেকে। 👉 দোয়া ও সংযমের এই মাসে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় বিশেষ ইবাদতে মগ্ন থাকবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া, ইউরোপ, আফ্রিকা— সর্বত্রই রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে। 📸 রমজানের প্রথম চাঁদ দেখার উচ্ছ্বাসে সৌদি নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। #RamadanMubarak #RamadanKareem হ্যাশট্যাগে ভরে গেছে ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম। 👉 প্রতিদিনের আপডেট পেতে ভিজিট করুন: 🔗 dainikpatrapatrika.com

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ এ ১০:২৮ PM

আজকের সর্বশেষ