ঢাকা | শুক্রবার, ১১রা এপ্রিল ২০২৫

ইংরেজি নববর্ষে নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা 📚

ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হলেও, সারা দেশে সব শিক্ষার্থীর কাছে একযোগে বই পৌঁছাতে পারেনি সরকার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দেশের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। 🎒 রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, "সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাতে না পারার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত।" 📚 এছাড়া, বই বিতরণে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। "কিছু জেলায় ষড়যন্ত্রের কারণে বই আটকে রাখা হয়েছে," বলেন তিনি, "আমাদের বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা কল্পনাতীত।" 🔒 জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, ৪৪১টি বই পরিমার্জন করে প্রায় ৬ কোটি বই বিতরণ করা হয়েছে। আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক ও দশম শ্রেণির সব বই, ১০ জানুয়ারি মাধ্যমিকের আটটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। 🎓

প্রকাশিত: ১ জানুয়ারী, ২০২৫ এ ১০:২১ PM

আজকের সর্বশেষ