ঢাকা | শনিবার, ১২রা এপ্রিল ২০২৫

ডা. শফিকুর রহমানের আহ্বান: যুব সমাজের শক্তিতে চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যাতে কোনো নির্দিষ্ট দলের হাতে ভোট ও দেশের ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। তিনি তার বক্তব্যে আরও বলেন, "আমরা একটি তারুণ্যনির্ভর সমাজ দেখতে চাই, যেখানে যুব সমাজের শক্তি দিয়ে চাঁদাবাজমুক্ত এবং দখলদারমুক্ত দেশ গড়া সম্ভব হবে।" খুলনার কয়রা-পাইকগাছার বেড়িবাঁধ সংকট সমাধানে সরকারকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, "যদি জামায়াত দেশ সেবার সুযোগ পায়, তবে জনগণের সংকটগুলোর সমাধানে কাজ করবে।" এছাড়া তিনি দেশ গঠনে যুব সমাজের ঐক্যবদ্ধ সহযোগিতার উপরও গুরুত্ব দেন। বৃহস্পতিবার খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলাতেও পৃথক সমাবেশে অংশ নেন তিনি। ডা. শফিকুর রহমান মায়েদের প্রতি জামায়াতের ভীতি না করার আহ্বান জানিয়ে বলেন, "যদি দেশ সেবার সুযোগ পাওয়া যায়, তবে মা-বোনেরা নিরাপত্তা ও মর্যাদার সাথে দেশ গড়ার কাজে অংশ নেবেন।" তিনি সমাবেশে আরও বলেন, "সংখ্যালঘু-সংখ্যাগুরুর কোনো বিভাজন নয়, বরং সবার সহযোগিতায় দেশ গড়তে হবে।" এছাড়া তিনি আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের সমালোচনা করেন, যেখানে ২০১৪ সালের নির্বাচন ভোটারবিহীন ছিল, ২০১৮ সালের নির্বাচন নিশিরাতের ছিল এবং ২০২৪ সালে হওয়া নির্বাচনকে তিনি "ডামি নির্বাচন" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ দেশে অবিচার ও বৈষম্য সৃষ্টি করেছে, কিন্তু ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে এ দেশের মানুষ তাদের শাসন থেকে মুক্তি পেয়েছে।"

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ এ ৯:৫৪ PM

আজকের সর্বশেষ