জামায়াত আমির: ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করতে দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের নামে দেশে কোনো বিভাজন সৃষ্টি হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সংখ্যাগুরু ও সংখ্যালঘু শব্দ তৈরি করে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুটপাট করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় রংপুরের সদর উপজেলার পাগলা পীর বাজারে জামায়াতে ইসলামীর আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। সবাইকে তাদের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি দাবি করেন, একটি বুদ্ধিজীবী মিথ্যা অভিযোগ তুলেছিলেন যে জামায়াতে ইসলামীর দখলে ৩৪ হাজার একর জমি রয়েছে। তবে সরকার এই অভিযোগের কোনো সত্যতা পায়নি। তিনি আরও বলেন, “আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না। ঘুষ খাই না, খাইতে দেব না। কোনো দখলদারিত্ব আমরা করিনি, করতেও দেব না।” জামায়াতের শীর্ষ নেতাদের হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের নেতাদের বিচারিক হত্যার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করেছে। কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাব।” পথসভায় রংপুরের মানুষকে ইসলামি আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রংপুরের সন্তান আবু সাঈদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছিলেন। তার মতো সবারই এগিয়ে আসা উচিত।” সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের সভাপতি মোজহারুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাহবুবুর রহমান বেলালসহ স্থানীয় নেতারা। ডা. শফিকুর রহমান মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় দলের একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ এ ৭:১৪ AM