শিবিরের ভুয়া কমিটিতে পূজা চেরীর নাম, ক্ষোভে ফুঁসে উঠলেন অভিনেত্রী!
ইসলামী ছাত্রশিবিরের প্যাডে এক ভুয়া কমিটির তালিকা ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তালিকায় দেখা যায়, অভিনেত্রী পূজা চেরীর নাম উল্লেখ করা হয়েছে ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (অমুসলিম শাখা)’ হিসেবে। তবে ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বিষয়টিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম বলেন, "ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব ছড়ানো হয়েছে। যারা শিবিরের আদর্শের কাছে পরাজিত, তারাই এমন মিথ্যাচার ও গুজব ছড়িয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।" তিনি আরও জানান, সত্যের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য যুগে যুগে এমন প্রচেষ্টা চালিয়েছে বিরোধীরা, যা সবসময় ব্যর্থ হয়েছে। তিনি সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, এই ভুয়া কমিটিতে নিজের নাম দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "এমন কোনো গুজব ছড়ানো একেবারেই উচিত নয়, যা জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব ফেলে।" নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, "আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখেই আমি আমার প্রফেশনাল জায়গায় কাজ করছি। আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।" এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। শিবিরের প্যাড ব্যবহার করে এমন বিভ্রান্তি ছড়ানো নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ এ ১০:১৯ PM