ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত, আর সেখানে এই ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই দেশের সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলে।” এছাড়া, তিনি বলেন, “এ ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকে উৎসাহিত করবে।” তিনি ভারতের সরকারকে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণের এবং মিশনের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবার প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ এ ৯:১৫ PM